এন বিএন ডেক্সঃ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূটি ২০১৯-২০২০এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় নওগাঁর সাপাহার উপজেলায় স্কুল পর্যায়ের ভলিবল খেলার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলার তিলনা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুিষ্ঠত এ প্রতিযোগিতায় এবারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৮ দল অংশ গ্রহন করে। চুড়ান্ত প্রতিযোগিতায় চকগোপাল উচ্চ বিদ্যালয়, তিলনা বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। চুড়ান্ত প্রতিযোগিতা শেষে নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহামুজ্জামেনর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার কল্যান চেধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডমিক সুপার ভাইজার নাজমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন তিলনা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
নওগাঁয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
এনবিএন ডেক্সঃ নওগাঁয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর সহায়তায় এবং মৌসুমী কৈশোর কর্মসূচির আওতায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা …