এন বিএন ডেক্সঃ নওগাঁর পোরশায় ২৭৬বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের টহলদল। গত সোমবার সন্ধ্যায় উপজেলার গাঙ্গুরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক রবিউল ইসলাম(২৫) উপজেলার দেওনাপাড়ার জিল্লুর রহমানের ছেলে ও মিজানুর রহমান(২৪) একই গ্রামের মৃত মছের আলীর ছেলে। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানাগেছে, ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প কমান্ডার এডিশনাল এসপি এমএম মোহাইমিনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে ২৭৬ বোতল ফেন্সিডিল, দুইটি মোবাইল সেট, চারটি সীম কার্ড দুইটি মেমোরী কার্ড ও নগদ ১হাজার ৩৭৫টাকা পাওয়া যায় বলে তিনি জানান। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইননানুগ ব্যবস্থা গ্রহনের পোরশা থানায় হস্থান্তর করা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান ঘটনার সত্যতান নিশ্চিত করেন। আটক যুবকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং মঙ্গলবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …