26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় ৩য় দিনের মত বাকাসস এর কর্মবিরতি পালন

নওগাঁয় ৩য় দিনের মত বাকাসস এর কর্মবিরতি পালন

এন বিএন ডেক্সঃ সরকারী দপ্তর কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতি করনের দাবীতে ৩য় দিনের মত নওগাঁয় কর্মবিরতী পালন করেছে বাংলাদশ কালেক্টরেট সহকারী সমিতির জেলা শাখা। বুধবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করে । কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখন, সমিতির সভাপতি ইয়াছিন আলী, সাধারন সম্পাদক সুবল চন্দ্রসহ অন্যরা। এসময় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী আমাদের দাবী যৌক্তিক বললেও জনপ্রশাসনের মন্ত্রনালয়ে যারা নীতি নির্ধারনের দায়িত্বে আছেন তারা আমাদের এই দাবী পাশ না করে দেওয়া ষড়যন্ত্র করছে। যার কারনে কালেক্টরেট কর্মচারীরা তাদের অধিকার আদায়ের জন্য এই আন্দোলনে নেমেছেন। তাই তাদের এই যৌক্তিক দাবী মানা না হল এই আন্দোলন চলবেই বলে জানান তারা। এসময় চরম বিপাকে পরেন সেবা নিতে আসা মানুরষরা।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …