এন বিএন ডেক্সঃ নওগাঁয় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ মোঃ ইউসুফ আলী মিঠুন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত শনিবার রাত ৮ টায় চকতারতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ইউসুফ আলী মিঠুন সদর থানার কালুপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। ডিবি পুলিশের এসআই মিজান জানান, ধৃত মিঠুন মাদক বিক্রয়ের উদ্দেশ্যে চকতারতা নামক স্থানে অবস্থান করছে এমন সংবাদের ভিতিত্বে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন থেকে গোপনে মাদক ব্যবসা করে আসছিলো। ডিবির ওসির নির্দেশনায় অভিযানটি পরিচালনা করা হয়। এব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …