26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর মান্দায় আইনগত সহায়তা সম্পর্কিত উঠান বৈঠক লিগ্যাল এইড পাওয়া জনগণের প্রতি দয়া নয় অধিকার

নওগাঁর মান্দায় আইনগত সহায়তা সম্পর্কিত উঠান বৈঠক লিগ্যাল এইড পাওয়া জনগণের প্রতি দয়া নয় অধিকার

এন বিএন ডেক্সঃ বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামূল্যে লিগ্যাল এইডে আইন সেবাদান প্রতিপাদ্যে নওগাঁর মান্দায় আইনগত সহায়তা সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভারশোঁ ইউনিয়ন লিগ্যাল এইডের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুিষ্ঠত উঠান বৈঠক প্রধান অতিথি নওগাঁ জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও জেলা ও নওগাঁর জেলা ও দায়রা জজ এ. কে. এম. শহীদুল ইসলাম বলেন, লিগ্যাল এইড পাওয়া জনগণের প্রতি দয়া নয় অধিকার। সেই অধিকার নিশ্চিত করেছে সংবিধান, সরকারি কর্মচারিগণ জনগণের সেবক ও জনপ্রতিনিধিরা তা ব্যস্তবায়ন করবেন। উক্ত অনুষ্ঠানে ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজউল ইসলাম, সিনিয়র সহকারী জজ একরামুল কবীর ও গোলাম মোস্তফা, লিগ্যাল এইড কর্মকর্তা সাতিয়া মুনতাহা, জেলা জজ কোর্টের পিপি আব্দুল খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম, অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় ইউনিয়নের কয়েকশ, নারী-পুরুষসহ গন্যমান্য ও সচেতন ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরে আইনগত সহায়তা থেকে সুবিধাভোগীরা সরাসরি জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও জেলা দায়রা জজ একেএম শহীদুল ইসলাম এর সঙ্গে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …