8 Srabon 1432 বঙ্গাব্দ বুধবার ২৩ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় বোরোর বীজতলা নিয়ে বিপাকে কৃষক–পলিথিন দিয়ে বীজতলা রক্ষার চেষ্টা

নওগাঁয় বোরোর বীজতলা নিয়ে বিপাকে কৃষক–পলিথিন দিয়ে বীজতলা রক্ষার চেষ্টা

এন বিএন ডেক্সঃ নওগাঁর সারা জেলায় বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। প্রচন্ড ঠান্ডায় বোরোর অনেক বীজতলা ইতোমধ্যে হলুদ হয়ে গেছে। অনেক চাষি সাদা পলিথিন দিয়ে ঢেকে কুয়াশা থেকে বীজতলা রক্ষার চেষ্টা করছেন। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। মান্দা উপজেলা সদরের গণেশপুর ইউনিয়নের নীলকুঠি মীরপুর গ্রামের কৃষকরা জানান, তারা বীজতলা তৈরি করেছেন ১৫ দিন আগে। কয়েকদিনের ঘন কুয়াশায় বীজতলা হলুদ বর্ণ ধারণ করেছে। এভাবে কিছু দিন চললে পুরো বিজতলাই নষ্ট হয়ে যাবে। তারা আরো জানায় যে, শৈত্যপ্রবাহের আগে বীজতলায় বীজ ছিটিয়েছি। চারা গজিয়ে উঠার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার কবলে পড়ে। পলিথিন দিয়ে ঢেকে বীজতলা রক্ষার চেষ্টা চালাচ্ছি। কৃষি বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত কর্মীরা বলছেন, গত টানা এক সপ্তাহের বেশি শৈত্যপ্রবাহ হলে বীজতলার ক্ষতি হয় কিন্তু এবারের শৈত্যপ্রবাহের স্থায়িত্ব কম হওয়ায় তেমন ক্ষতি হবে না বলে আশা করা যাচ্ছে। বর্তমানে রাতে কুয়াশা থাকলেও দিনের বেলায় কিছুটা হলেও সূর্য তাপ ছড়াচ্ছে। কোনো কোন বীজতলা হলুদ হলেও তা সেরে উঠবে বলে তারা কৃষকদের আশ্বাস দিচ্ছেন। এ বিষয়ে নওগাঁ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, কৃষকরা পরামর্শ মেনে চললে ঠান্ডায় কিছুটা বীজতলা নষ্ট হলেও উৎপাদনে বড় কোন প্রভাব পড়বে না। এ বছর জেলায় ১ লাখ ৮০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্র ধরা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …