7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় পুনাকের তাঁত শিল্প ও বাণিজ্য মেলা জমে উঠেছে

নওগাঁয় পুনাকের তাঁত শিল্প ও বাণিজ্য মেলা জমে উঠেছে


মোঃ আবু বকর সিদ্দিক ঃ নওগাঁয় মাসব্যাপী পুনাক তাঁত শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। নওগাঁর পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিক ভাবে গত ২৪ ডিসেম্বর/১৯ মেলার উদ্বোধন করেন, রাজশাহী রেঞ্জ ডিআইজি’র সহধর্মীনি জীবুন নাহার। বেনারসী গ্লোবাল ইভেন্টস লিমিটেড এর সার্বিক সহযোগীতায় মেলার আয়োজন করেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। মেলাটি দেশের অন্যন্যা স্থানের মেলা থেকে ব্যতিক্রমধর্মী ভাবে চলছে। এ মেলার মূল ফটকের সামনেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রজেক্টটরের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে। এছাড়া মেলাই কোন প্রকার অশ্লীল নৃত্য,জুয়া সহ কোন অশোভনীয় কাজের ছোঁয়া নেই।একারণে স্বপরিবারে মেলাটি দেখার জন্য ছুঁটে আসছে ক্রেতা-দর্শনার্থীরা। নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম) এর সহধর্মীনি পুনাক এর সভানেত্রী মোছাঃ মনোয়ারা বেগম জানান,মেলাটি একটি পরিবারের মত করে সাজানো হয়েছে একারনে সবাই এ মেলায় এসে অন্ততঃ কিছুক্ষনের জন্য হলেও বিনোদন উপভোগ করতে পারবেন। বেনারসী গ্লোবাল ইভেন্টস লিমিটেড এর পরিচালক এস.এম রাসেল কবির বলেন,মেলাটি পুলিশ সুপারের দিক নিদের্শনায় সাজানো হয়েছে। মেলায় অংশ নিয়েছে ১১৪টি স্টল ও প্যাভিলিয়ন। আমরা ক্রেতা-দর্শনার্থীদের রুচি সম্মত বিনোদনের জন্য সচেষ্ট আছি। বিশেষ করে সপ্তাহের বৃহস্পতিবার বিকেল থেকে ছুটির দিন গুলোতে মেলায় দর্শনার্থীদের ভিড় বেশি জমে। মেলাই ‘সৃষ্টির,শীতকালীন নানা রং ও স্বাদের বিভিন্ন প্রকার পিঠা তৈরি করে ক্রেতা-দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছে। সৃষ্টির স্টলের মালিক ইসফাত জাহান জেরিন মীনা এর সঙ্গে কথা বলে তিনি জানান, মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীদের ভালো আপ্যায়ন করাতে যথাসাধ্য চেষ্টা করছি। আশা করি আমার স্টলের তৈরি পিঠা স্বাস্থ্যসম্মত। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের পদচারণার সঙ্গে বিক্রি বৃদ্ধি পাওয়ায় ৩য় সপ্তাহে এসে জমে উঠেছে পুনাক তাঁত শিল্প ও বাণিজ্য মেলা। মেলায় প্রবেশের জন্য প্রতিটি কাউন্টারের সামনে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। সন্ধ্যার আগেই মেলা প্রাঙ্গণ যেন জনসমুদ্রে পরিণত হয়। নওগাঁর পুলিশ প্রশাসন পুনাক তাঁত শিল্প ও বাণিজ্য মেলার আইন শৃংখলা সহ ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। মেলা প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, মেলা বিকেল থেকে শুরু হলেও সন্ধ্যার সময় দর্শনার্থীদের পদচারণার চাপ বেশি হয়। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মেলার গেট বিকেলে উন্মুক্ত করার পর থেকেই দর্শনার্থীরা প্রবেশ করতে থাকেন। টিকিট কাউন্টারে সন্ধ্যা লাগার পূর্বে লাইনের সারিও দীর্ঘ হতে থাকে। তবে মেলা প্রাঙ্গণের পরিবেশ স্বাভাবিক ও শৃঙ্খলার মধ্যে রাখতে ভেতরে বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের তৎপরতা দেখা যায়। দর্শনার্থীরা বলছেন, তাদের মেলাটি ভালো লাগায় তারা স্বপরিবার মেলায় এসেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও মেলায় উপস্থিতি ও লক্ষণীয়। অন্যদিকে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে খুশি বিক্রেতারা। তারা জানান, সাপ্তাহিক ছুটির দিন গুলোতে আরও দর্শনার্থী বাড়ে। এজন্য পূর্ব অভিজ্ঞতায় তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন। তবে ছুটির দিনে তাদের বেচাকেনা অন্যদিনের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পায়। গত২৪ ডিসেম্বর/১৯ থেকে শুরু হওয়া মাসব্যাপী এ মেলার পর্দা নামবে আগামী ২৪ জানুয়ারি। তবে বিভিন্ন সূত্রে জানা যায়, এ মেলার সময় সীমা আরও বাড়বে মেলার গেট ও বিভিন্ন স্টল প্রতিদিন বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে। এ মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

 

আরও পড়ুন...

নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …