এন বিএন ডেক্সঃ নওগাঁয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব শতবার্ষিকী ক্ষণ গণনা উপলক্ষে শহরের এটিম মাঠ থেকে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টায় শোভাযাত্রার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি। খাদ্য মন্ত্রী এ সময় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও আদর্শ জেলায় সর্বত্র ছড়িয়ে দিতে নওগাঁয় এই ব্যতিক্রমধর্মী মোটরযান শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ এর সভাপতিত্বে শোভাযাত্রায় পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অল রশিদ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি জেলার বদলগাছি,মহাদেবপুর, সাপাহার, পোরশা, নিয়ামতপুর,পত্নীতলা,মান্দাসহ ৮ উপজেলা প্রদক্ষিন করে মুক্তির মোড়ে মুল অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়। এ ছাড়া বিকেলে প্রধানমন্ত্রীর উদ্ভোধনী অনুষ্ঠান ভিডিও সম্প্রচার শেষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
আরও পড়ুন...
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …