এন বিএন ডেক্সঃ নওগাঁর পোরশা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহকারী কুিশশনার (ভূমি) সোহরাব হোসেন ও সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার বিনয় কুমার। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) নিরেন চন্দ্র, কমিউনিটি পুলিশিং কর্মকর্তা এসআই শীতল কুমার, নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম শাহ্, উপজেলা জাতীয়পার্টি সাধারন সম্পাদক আব্দুল হাই, মহিলালীগ সভাপতি নাসিমা বেগম, ওয়ার্ড সদস্য সহ সুশিল সমাজের সদস্য এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
আরও পড়ুন...
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …