8 Srabon 1432 বঙ্গাব্দ বুধবার ২৩ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর ধামইরহাটের জাতীয় উদ্যান আলতাদিঘীতে বিরল প্রজাতির কালিম পাখি অবমুক্ত

নওগাঁর ধামইরহাটের জাতীয় উদ্যান আলতাদিঘীতে বিরল প্রজাতির কালিম পাখি অবমুক্ত

এন বিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটের জাতীয় উদ্যান আলতাদিঘীতে বিরল প্রজাতির ৪টি কালিম পাখি অবমুক্ত করা হলো। রবিবার দুপূরে এই পাখিগুলো অবমুক্ত করেন নওগাঁর সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান। এ সময় পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম ফরহাদ জাহান লিটন, বনবিট কর্তকর্তা আব্দুল মান্নান, বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী বিভাগের বন কর্মকর্তা আশরাফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। ধামইরহাট বনবিট কর্তকর্তা আব্দুল মান্নান জানান, নাটোর জেলার সিংড়ার চলনবিল থেকে কিছু দিন আগে বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ উদ্ধার করে ওই ৪টি বিরল প্রজাতির কালিম পাখি। এরপর বিভাগীয় পর্যায় থেকে ওই ৪টি কালিম পাখি অবমুক্ত করা হয়।

আরও পড়ুন...

নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …