এন বিএন ডেক্সঃ নওগাঁয় মাসব্যাপী পুনাক তাঁত শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। সোমবার বিকেলে ৫টায় নওগাঁয় পুলিশ লাইন্স মাঠে ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন, রাজশাহী রেঞ্জ ডিআইজি’র সহধর্মীনি জীবুন নাহার। বেনারসী গ্লোবাল ইভেন্টস লিমিটেড এর সার্বিক সহযোগীতায় মেলার আয়োজন করেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ ডিআইজি একেএম হাফিজ আক্তার বিপিএম (বার)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসকের সহধর্মীনি তাহমিনা শারমিন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, তিরিক্ত পুলিশ সুপার (সদর) ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন, সদর থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন, পুনাকের সভানেত্রী মনোয়ারা বেগম এসিএমএ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও মেলার আয়োজকরা। মেলায় প্রায় ৫০টি বিভিন্ন স্টল অংশ নেয়। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …