এন বিএন ডেক্সঃ ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস হলেও নওগাঁ জেলা হানাদারমুক্ত হয় ১৮ ডিসেম্বর। এই হানাদার মুক্ত দিবস উপলক্ষে নো হেলমেট নো বাইক, নো মাদক এই শ্লোগানকে সামনে রেখে বুধবার সকাল ১০টায় পুরাতন কোর্ট চত্ত¡র আলোচনা ও বক্তব্য শেষে একটি সাইকেল র্যালী বের করে। এতে প্রধান অতিথি হিসেবে নের্তৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। এসময় র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ কামরুজ্জান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অল রশিদ, নওগাঁ সদর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম সামদানী সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল ,কলেজের ছাত্র/ছাত্রীরা অংগ্রহন করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
অপরদিকে হানাদার মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর আয়োজন প্যারিমোহন লাইব্রেরী চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের সভাপতি এ্যাডঃ ডি,এম আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এই দিবস উপলক্ষে ৫জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করেন।
আরও পড়ুন...
নওগাঁয় বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প
নওগাঁ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩সেপ্টেম্বর …
nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে
