এনবিএন ডেক্সঃমহান বিজয়ের মাসে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক এর সভাপতিত্বে সম্মাননা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান মিয়া বিপিএম। এসময় বিশেষ অতিথি হিসেবে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন-অল-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ রকিবুল আক্তার অতিরিক্ত পুলিশ সুপার (নওগাঁ সদর) ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল আবু সালেহ মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল মোঃ তরিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জেলা বিশেষ শাখা (ডিএসবি) মোছাঃ সুরাইয়া খাতুন, সহকারী পুলিশ সুপার মান্দা সার্কেল, মোঃ মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন সহ জেলা পুলিশ বিভাগের বিভিন্ন কর্মকর্তা/সদস্য সহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, নওগাঁ জেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে নওগাঁ জেলার ৬৮জন পুলিশ সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। ওই ৬৮ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার।
Home / সারাদেশ / নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …