26 Agrohayon 1430 বঙ্গাব্দ রবিবার ১০ ডিসেম্বর ২০২৩
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে খাদ্যমন্ত্রীর গণসচেতনামুলক প্রচার কার্য্যক্রম পালিত

নওগাঁয় সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে খাদ্যমন্ত্রীর গণসচেতনামুলক প্রচার কার্য্যক্রম পালিত

এন বিএন ডেক্সঃ ট্রাফিক আইন ভাঙবো না-জরিমানা দিবো না এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে খাদ্যমন্ত্রীর গণসচেতনামুলক প্রচার কার্য্যক্রম পালন করা হয়েছে । বৃহস্পতিবার রাত ৯টায় শহরের কেডির মোড়ে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদের আয়োজনে এ সচেতনতা মূলক অভিযান চালানো হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম পি। প্রধান অতিথি স্থানীয়দের উদ্দেশ্য করে বলেন, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা ও হেলমেট বিহীন মোটর-বাইক চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ এ সম্পর্কে মোটর-বাইক চালকদের অবগত করার জন্য গত ১ নভেম্বর থেকে এ অভিযান পরিচালিত হয়ে আসছে। এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে এই নতুন ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মাইকিং করা হয়েছে। এর পরও যারা ট্রাফিক আইন মানবেন না তাদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ কামরুজ্জামান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন...

নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্ততিকালে ৪ডাকাত আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। আটককৃত ডাকাতরা …