19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

নওগাঁয় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

এন বিএন ডেক্সঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র‌্যালী, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। বর্ন্যাঢ্য র‌্যালীর উদ্ধোধন, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃঞ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা সমবায় অফিসার হোসেন শহীদ, সমবায় ইন্সটিটিউটের অধ্যক্ষ মোখলেছুর রহমান, নওগাঁ মাল্টিপারপাস সোসাইটির এমডি এম মাসুদ রানা ও সুরমা মাল্টিপারপাস সোসাইটির এমডি সবেদুল ইসলাম রনি প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন...

নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …