এন বিএন ডেক্সঃ নওগাঁর সাপাহারে জেডিসি পরীক্ষায় প্রক্সি পরিক্ষা দিতে গিয়ে আটক হয়েছে মনিরুল ইসলাম নামে এক কলেজ ছাত্র। পরে তাকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট উপজেলা ভূমি কমিশনার সোওরাব হোসেন। গতকাল শনিবার সকালে সাপাহার সরফতুল্লা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম উপজেলার শুটকিডাঙ্গা পাতাড়ী গ্রামের দুরুল হুদার ছেলে। এবং সাপাহার ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র। আটক মনিরুল ইসলাম জানায়, সে এইচএসসির ছাত্র। এক শিক্ষকের কথায় সে মানিরুলের হয়ে জেডিসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরী জানান, মানিরুল নামে এক জেডিসি পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছে মনিরুল ইসলাম নামে এক কলেজ ছাত্র। এমন সংবাদের ভিত্তিতে ওই পরীক্ষার হল পরিদর্শনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় মনিরুল ইসলাম ভুল স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা ভূমি কমিশনার সোওরাব হোসেন। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, রায় ঘোষণার পর ওই শিক্ষার্থীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …