21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর পত্নীতলায় জাতীয় সমবায় দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় জাতীয় সমবায় দিবস পালিত

এন বিএন  ডেক্সঃ ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এবারের এই প্রতিপাদ্য নিয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকাল ১০টায় সমবায় অধিদপ্তর পত্নীতলার আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা এবং উপজেলা পরিষদ তহবিল থেকে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ-২ (পত্নীতলার-ধামইরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- সমবায় অফিসার পত্নীতলার তছলিম উদ্দীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, সহকারী কমিশনার ভূমি- সানজিদা সুলতানা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা, সমবায়ীগন, সূধীজন প্রমূখ। পরে সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরন এবং উপজেলা পরিষদ তহবিল থেকে উপজেলার ১২৮জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ৩হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …