এন বিএন ডেক্সঃ “ পুলিশের সাথে কাজ করি,মাদক –জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে কমিউনিটি পুলিশ ডে-২০১৯ পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় আত্রাই থানা কমিউনিটি পুলিশিং ফোরাম,নওগাঁ,আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি থানা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান স্বরুপ প্রমূখ। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজ সেবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …