19 Magh 1431 বঙ্গাব্দ শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / রাজশাহী নওগাঁ মহাসড়কে বজ্রপাত প্রতিরোধে ১লক্ষ ২০ হাজার তালবীজ বোপন

রাজশাহী নওগাঁ মহাসড়কে বজ্রপাত প্রতিরোধে ১লক্ষ ২০ হাজার তালবীজ বোপন

এন বিএন ডেক্সঃ বজ্রপাত প্রতিরোধে তাল গাছ বোপন করে পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় মোহনা টিভির সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর ব্যক্তিগত উদ্যেগে মাসব্যাপি ১লক্ষ ২০ হাজার তালবীজ বোপন কার্যকমের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নওগাঁর সীমানা পার হয়ে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কামার পাড়া মোড়ে মাসব্যাপী তালবীজ বোপন কর্মসূচীর সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, স্থানীয় রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এ, কে সাজু, সাংবাদিক আজাদ হোসেন মুরাদ, আব্বাস আলী, দি হাঙ্গার প্রজেষ্ট মোহনপুরের প্রতিনিধি জুয়েল রানা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাাদিক সহ গর্ণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৬ সেপ্টেম্বর/১৯ তারিখে ১লক্ষ ২০ হাজার তালবীজ বোপন কার্যকমের শুভ উদ্ধোধন করেন নওগাঁ জেলার মহাদেবপুর/বদলগাছী আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার এবং ২৩সপ্টেম্বর/১৯ তারিখে ২য় দফায় এই কর্মসূচীর অংশ গ্রহন করেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …