12 Magh 1431 বঙ্গাব্দ শনিবার ২৫ জানুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / শিক্ষা / নওগাঁয় ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশানের উদ্যোগে এসএসসি ও সমমানের প্রায় ৬০০ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা

নওগাঁয় ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশানের উদ্যোগে এসএসসি ও সমমানের প্রায় ৬০০ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা

এন বিএন ডেক্সঃ ঐক্য যেখানে, বিজয় সেখানে“ এই শ্লোগান নিয়ে নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশানের উদ্যোগে জেলার এসএসসি ও সমমানের প্রায় ৬০০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বিদুৎ ও জ্বালানী মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি। শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ্যাসোসিয়েশানের সভাপতি ও পরিসংখ্যান বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ছলিম উদ্দীন তরফদার এমপি, জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান মিয়া বিপিএম, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যÿ ডাঃ আব্দুল বারী, নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশানের সাধারন সম্পাদক ও ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ই,এন,টি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মঞ্জুরুল আলম, জেলা স্বাচিপ এর সভাপতি ডাঃ আশেক হাসান, কৃতি শিক্ষার্থী সাহাদ মাহমুদ ও আনিকা তাসনিন জাহান প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি প্রায় ৬০০ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সনদপত্র বিতরন করেন। পরে বিকালে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরও পড়ুন...

নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা

এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …