22 Bhadro 1432 বঙ্গাব্দ শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর মান্দায় বজ্রপাত প্রতিরোধে মহাসড়কে তালবীজ বোপণ

নওগাঁর মান্দায় বজ্রপাত প্রতিরোধে মহাসড়কে তালবীজ বোপণ

এন বিএন ডেক্সঃ পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের দু’ধারে নওগাঁ এলাকায় লক্ষাধিক তালের বীজ বোপণের উদ্যোগ নেয়া হয়েছে। বজ্রপাত প্রতিরোধে মোহনা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল ব্যক্তিগত উদ্যোগে এসব তালবীজ বোপণ কাজ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০টার দিকে মান্দা উপজেলার সাতবাড়িয়া মোড়ের অদুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম। এসময় সাংবাদিক জিল্লুর রহমান, সাংবাদিক পলাশ চন্দ্র সরকার, মান্দা থানার সহকারি উপপরিদর্শক রেজাউল ইসলাম, সাংবাদিক মাহমুদুন নবী বেলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক মাহমুদুন নবী বেলাল জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কের সান্তাহার বাইপাস হতে নওগাঁর সীমানা মান্দা উপজেলার চৌদ্দমাইল পর্যন্ত রাস্তার দু’ধারে লক্ষাধিক তালের বীজ বোপণ করা হবে। এছাড়াও মান্দা-নিয়ামতপুর রাস্তার দু’ধারে ৫ হাজার তালবীজ বোপণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন...

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …