22 Bhadro 1432 বঙ্গাব্দ শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় ফের দুদুকের হাতে জাতীয় সঞ্চয় দপ্তরের দুই কর্মকর্তা আটক

নওগাঁয় ফের দুদুকের হাতে জাতীয় সঞ্চয় দপ্তরের দুই কর্মকর্তা আটক


এন বিএন ডেক্সঃ নওগাঁয় সঞ্চয় অফিস থেকে সঞ্চয়ীদের ২ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের সাথে জড়িত থাকার সন্দেহে নওগাঁর জেলা সঞ্চয় অফিসার নাছির উদ্দিন ও নওগাঁর জেলার সাবেক সঞ্চয় অফিসার এবং বর্তমানে রংপুর সঞ্চয় অফিসের কর্মরত উপ-পরিচালক মহরম আলীকে গ্রেপ্তার করেছে দুদুক। জানা যায়,নওগাঁয় জাতীয় সঞ্চয় অফিসের ইতো পূর্বে দুইজনকে আটক করার পর সোমবার সন্ধ্যায় আটককৃতদের স্বীকারোক্তি মতে নওগাঁর জেলা সঞ্চয় অফিসার নাছির উদ্দিন ও নওগাঁর জেলার সাবেক সঞ্চয় অফিসার এবং বর্তমানে রংপুর সঞ্চয় অফিসের উপ-পরিচালক মহরম আলীকে নওগাঁয় তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় রাজশাহী দুদুক অফিসের ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের আটক করে পুলিশে সোর্পদ করেছে।

আরও পড়ুন...

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …