20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় ফের দুদুকের হাতে জাতীয় সঞ্চয় দপ্তরের দুই কর্মকর্তা আটক

নওগাঁয় ফের দুদুকের হাতে জাতীয় সঞ্চয় দপ্তরের দুই কর্মকর্তা আটক


এন বিএন ডেক্সঃ নওগাঁয় সঞ্চয় অফিস থেকে সঞ্চয়ীদের ২ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের সাথে জড়িত থাকার সন্দেহে নওগাঁর জেলা সঞ্চয় অফিসার নাছির উদ্দিন ও নওগাঁর জেলার সাবেক সঞ্চয় অফিসার এবং বর্তমানে রংপুর সঞ্চয় অফিসের কর্মরত উপ-পরিচালক মহরম আলীকে গ্রেপ্তার করেছে দুদুক। জানা যায়,নওগাঁয় জাতীয় সঞ্চয় অফিসের ইতো পূর্বে দুইজনকে আটক করার পর সোমবার সন্ধ্যায় আটককৃতদের স্বীকারোক্তি মতে নওগাঁর জেলা সঞ্চয় অফিসার নাছির উদ্দিন ও নওগাঁর জেলার সাবেক সঞ্চয় অফিসার এবং বর্তমানে রংপুর সঞ্চয় অফিসের উপ-পরিচালক মহরম আলীকে নওগাঁয় তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় রাজশাহী দুদুক অফিসের ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের আটক করে পুলিশে সোর্পদ করেছে।

আরও পড়ুন...

নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …