এনবিএন ডেক্সঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আতাউল হক সিদ্দিকীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর মননচর্চা কেন্দ্র ‘বরেন্দ্র প্রভা’র উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তেনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন সাহিত্যিক অধ্যাপক তৌহিত আহমদ। সংগঠনের আহবায়ক প্রফেসর শরিফুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ওহিদুর রহমান, কবি আ.ত.ম আব্দুলাহ হেল বাকী, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দিন, লেখক ডাঃ আশেক হোসেন, নওগাঁ আবৃত্তি পরিষদের সাধারন সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বী, একুশে পরিষদ নওগাঁর সাধারন সম্পাদক এম,এম, রাসেল. সাহিত্যিক আহমেদ পিন্টু প্রমূখ। সংগঠনের আদর্শ ও নীতি নিয়ে বক্তব্য রাখেন জহুরুল ইসলাম খান লুলু। কবি আতাউল হক সিদ্দিকীর জীবনী পাঠ করেন কবি রুহুল আমিন পলাশ। কবিতা আবৃত্তি করেন সুস্মিতা সাহা। জাতীয় সংগীত পরিবেশনায় নেতৃত্বে ছিলেন নওগাঁর প্রবীন সংগীত শিল্পী মোসাদ্দেক হোসেন ও উদ্বোধনী সংগীত পরিবেশন করেন গায়ত্রী কুন্ডু। এসময় কবি আতাউল হক সিদ্দিকীকে উত্তরীয়, ক্রেষ্ট ও পুস্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয়।
আরও পড়ুন...
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …