এন বিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা ও ৪৭ গ্রাম হিরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গেয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত ১১ টায় জেলার বদলগাছী উপজেলার কোলা পশ্চিমপাড়া গ্রাম থেকে ১০০ পিচ ইয়াবা ও ৩৫ গ্রাম হিরোইনসহ টাইগার হোসেন (৩৫) কে এবং অপর দিকে একই দিন রাত ১ টায় নিজ বসত বাড়ী থেকে ১২ গ্রাম হিরোইনসহ উজ্জল হোসেন (৪২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীরা হলেন, বদলগাছী উপজেলার কোলা পশ্চিমপাড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে টাইগার হোসেন এবং একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে উজ্জল হোসেন। ডিবির এসআই মিজানুর রহমান মিজানের নের্তৃত্বে উভয় অভিযান পরিচালনা করা হয়। এব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …