এন বিএন ডেক্সঃ নওগাঁ জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া সাহিত্যে-সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ শহরস্থ নওগাঁ জিলা স্কুলের মাঠ প্রাঙ্গনে নওগাঁ জিলা স্কুলের আয়োজনে নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এ সময় বিশেষ অতিথি হিসাবে নওগারঁ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মাদ রাশিদুল হক, নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, নওগাঁ নওগাঁ জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরদার প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষক/ শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উক্ত স্কুলের বার্ষিক ক্রীড়া সাহিত্যে-সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আরও পড়ুন...
নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা
এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …