এনবিএন ডেক্সঃ নওগাঁ শহরের শ্রীশ্রী রাধা-গোবিন্দ জিঁউ ঠাকুরবাড়িতে (আখড়াবাড়ি) শুক্রবার বেলা ১১টায় আসন্ন শারদীয় দূর্গা পূঁজা উপলক্ষ্যে জেলা পূঁজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পূঁজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার মনির সভাপতিত্বে অনষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক বিভাস মজুমদার গোপাল, সহ-সভাপতি এ্যাডভোকেট পিযুষ কুমার সরকার, চিত্তরঞ্জন সাহা, সাংগঠনিক সম্পাদক মাধব চন্দ্র কর্মকার, যুগ্মসম্পাদক পিযুষ কান্তি সরকার, প্রকাশ চন্দ্র সরকার, বৈদ্যনাথ কর্মকার, অজিত কুমার মন্ডল, প্রবীন দাস, গৌতম দে প্রমুখ। আসন্ন দূর্গা পূঁজা উপলক্ষ্যে নওগাঁ জেলায় এবার ৭৯৩টি পুজো মন্ডপ স্থান করা হয়েছে যা গত বছরের চেয়ে ৮টি মন্ডপ বেশী। এবার নওগাঁ পৌর এলাকায় ৫৫টি মন্ডপসহ সদর উপজেলায় ১১৫টি, রানীনগর উপজেলায় ৫০টি, আত্রাই উপজেলায় ২০টি, বদলগাছী উপজেলায় ৯৪টি, ধামইরহাট উপজেলায় ৩০টি, পত্নীতলা উপজেলায় ৭৮টি, সাপাহার উপজেলায় ১৭টি, পোরশা উপজেলায় ২০টি, নিয়ামতপুর উপজেলায় ৬১টি, মান্দা উপজেলায় ১১৪টি এবং মহাদেবপুর উপজেলায় ১৬৫টি মন্ডপে দূর্গাপূজার আয়োজন করা হয়েছে। তবে শেষপর্যন্ত জেলায় এই পুজোমন্ডপের সংখ্যা আরো বাড়তে পারে বলে নের্তৃবৃন্দ জানিয়েছেন।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …