19 Magh 1431 বঙ্গাব্দ রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁ শহরে বাড়িতে ঢুকে গৃহবধুকে মাথায় আঘাত করে হত্যা

নওগাঁ শহরে বাড়িতে ঢুকে গৃহবধুকে মাথায় আঘাত করে হত্যা


এনবিএন ডেক্সঃ নওগাঁ শহরে ধোপাপাড়ায় ফাহিমা বেগম নামে এক গৃহবধুকে মাথায় আঘাত করে হত্যা করেছে দূর্বত্তরা।  বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিঃসন্তান গৃহবধু ফাহিমা বেগম ধোপাপাড়ার সিলভার ব্যবসায়ী ইসরাইলের স্ত্রী। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে দীর্ঘদিন ধরে তারা বসবাস করে আসছিলেন। সকাল ৯টার দিকে ইসরাইল তার দোকানে চলে যান। স্ত্রী একাই বাড়িতে থাকেন। দিনের একটি নির্দিষ্ট সময় কাজের মেয়ে তার সাথে থাকে। বেলা ১১টার দিকে কাজের মেয়ে বাসায় এসে ফাহিমা বেগমকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে আশে পাশের প্রতিবেশীরা ছুটে আসেন। নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় ধারালো কোন অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। সংবাদ পেয়ে নওগাঁ’র অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় এবং সদর থানার অফিসার্স ইনচার্জ সোহরাওয়ার্দি হোসেন ঘটনাস্থ পরিদর্শন করেছেন। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন ডাকাতির ঘটনায় গৃহবধুকে হত্যা করা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল । এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।

আরও পড়ুন...

নওগাঁয় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁয় স্ত্রীকে হত্যার অভিযোগে রেজাউল করিম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ …