18 Chaitro 1431 বঙ্গাব্দ বুধবার ২ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর সাপাহারে পুলিশের পৃথক অভিযানে ২৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার

নওগাঁর সাপাহারে পুলিশের পৃথক অভিযানে ২৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর সাপাহারে পুলিশের পৃথক অভিযানে ২৭০ বোতল ফেন্সিডিল সহ আব্দুল আলিম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আব্দুল আলিম উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আলতাব হোসেনের ছেলে। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ও‘সি) আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাগলার মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী পত্নীতলা উপজেলার রাধানগর গ্রামের আব্দুল জব্বারের পুত্র আলম (৩৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অপরদিকে মঙ্গলবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) রইচ উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কলমুডাঙ্গার মাদক ব্যবসায়ী আব্দুল আলিমের বাড়িতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …