এনবিএন ডেক্সঃ নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টায় শহরের নওযোয়ান মাঠে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, বন কর্মকর্তা মেহেদি হাসান প্রমুখ। পরে মেলায় অংশ নেয়া নার্সারি মালিকদের মধ্য থেকে প্রথম মেহেদি পোপ্রাইটেরর বেলাল হোসেন, দ্বিতীয় শাহজালাল শাহ পরান পোপ্রাইটেরর ইদ্রিস মন্ডল এবং তৃতীয় রিয়া মনি পোপ্রাইটেরর আজাদ হোসেনকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য উক্ত বৃক্ষমেলা গত ২৯ আগষ্ট থেকে শুরু হয়েছিল।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …