এনবিএন ডেক্স: নওগাঁর সাপাহারে বিষধর সাপের কামড়ে নুরজাহান আকতার (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গেছে ওই গ্রামের দিনমজুর তরিকুল ইসলামের স্ত্রী ৪সন্তানের জননী নুরজাহান সকালের খাওয়া দাওয়া শেষে তাদের বসবাস করা মাটির ঘর-বাড়ী টি লেপা পোচার কাজ করছিল। কাজ করাকালে গৃহবধু নুরজাহান ঘরের দেওয়ালের একটি খাল কাদা মাটি দিয়ে বন্ধ করার সময় খালে থাকা বিষধর একটি গোখরো সাপ তার ডান হাতের আঙ্গুলে ছোবল মারে। সঙ্গে সঙ্গে নুরজাহান তিব্র বিষের যন্ত্রনায় চিৎকার করতে থাকলে লোকজন ছুটে এসে খালটি খুড়ে সাপটিকে বের করে মেরে ফেলে এবং নুরজাহানকে স্থানীয় ওঝাঁ কবিরাজের নিকট নিয়ে গিয়ে ঝাড় ফোঁক করতে থাকে। দীর্ঘ সময় ধরে ঝাড় ফোঁক দেওয়ার এক পর্যায়ে নুরজাহান জ্ঞান হারিয়ে ফেললে দুপুর ১টা ২০মিনিটে তার পরিবারের লোকজন তাকে নিয়ে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এসময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুরজাহানকে দেখে মৃত ঘোষনা করেন। স্থানীয় ওঝার অপচিকিৎসার করণে গৃহবধুর নুরজাহানের মৃত্যু ঘটেছে বলে সচেতন এলাকাবাসী মনে করছেন।
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …