18 Chaitro 1431 বঙ্গাব্দ বুধবার ২ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁয় সপ্তাহব্যপী বৃক্ষ মেলা শুরু

নওগাঁয় সপ্তাহব্যপী বৃক্ষ মেলা শুরু

এনবিএন ডেক্সঃ নওগাঁয় ৭ দিনব্যপী বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বন বিভাগের যৌথ আয়োজনে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় নওযোয়ান মাঠে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াৎ মোঃ রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন। পরে অতিথি বৃন্দ মেলায় ঘুরে ঘুরে ষ্টলসমূহ পরিদর্শন করেন। এর আগে নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ। জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী, বেসরকারী, আধা সরকারী স্বায়ত্বশাসিত অফিস সমূহের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শি ক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রায় দুই হাজার গাছের চারা বিতরন করেছেন। মেলায় প্রায় ৪০টি ষ্টলে ফলদ, বনজ, ঔষধী গাছের প্রচুর পরিমানে চারা বিক্রির জন্য প্রদর্শন করা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …