এনবিএন ডেক্সঃ নওগাঁয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের শুভ আর্বিভাব পূন্যতিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নওগাঁয় জেলা পুজা উদযাপন কমিটির উদ্যোগে শ্রী শ্রী কালিতলা বুড়ামাতা কালিতলা মন্দির থেকে একটি বর্ন্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়ে মন্দির চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মুহাম্মাদ রাশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ কামরুজ্জামান, মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট নওগাঁর সহকারী পরিচালক সাথী মজুমদার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ নওগাঁ জেলা শাখার আহ্বায়ক পিযুষ কুমার সরকার, জেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি রনজিত কুমার সরকার, সাধারন সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, শ্রী শ্রী বুড়ামাতা কালীতলা মন্দির কমিটির সাধারন সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, নওগাঁ জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক অমিত দেব জিৎ, উপ-গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক, সুজিত কুমার সরকার, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক, সম্পদ হালদার প্রমূখ সহ জেলার কয়েক হাজার সনাতন ধর্মাবলী নারী পুরুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …