এনবিএন ডেক্সঃ নওগাঁর বিভিন্ন স্থানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মাদক-সহ ৬ ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার (২১ আগস্ট) দিনগত রাতে তাদের আটক করা হয়। আটক ছয়জন হলেন, মহাদেবপুর উপজেলার হারুন অর রশীদ (২৭) সদর উপজেলার সুমন হোসেন (২১) দিপু হোসেন (২২) সুমন আলী (২৮) সম্রাট হোসেন (২৮) এবং মাসুম আলী (২৫)। জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান জানান, আটক ছয়জন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …