18 Chaitro 1431 বঙ্গাব্দ বুধবার ২ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নওগাঁয় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

মাহমুদুন নবী বেলাল নওগাঁ: নওগাঁয় সাংবাদিকদের সাথে ‘কল সেন্টার  ৩৩৩’  বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।  সভায় সরকারী সেবা কল সেন্টার  ‘৩৩৩’ এর সর্ম্পকে বিস্তারিত তুলে ধরা হয়।  জরুরি ও দুর্যোগ কালীন সাহায্য, নাগরিক সেবাপ্রাপ্তির বিষয়ে অভিযোগ, বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার, জুয়া, যৌতুক, ইভটিজিং, নারী নির্যাতন, মাদক বাল্যবিবাহ সহ সমাজের নানা সমস্যার দ্রুত সমাধান পেতে ৩৩৩ এ কল দেওয়ার পরার্মশ দেয়া হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা বাণিজ্য, আইসিটি, ইনোভেশন সেল এবং ফ্রন্ট ডেক্স শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. অনীক চৌধুরী ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি নবীর উদ্দিন সাধারণ সম্পাদক নাছিমুল হক বুলবুল সাবেক সভাপতি এ্যাড. শেখ আনোয়ার হোসেন, মোঃ কায়েস উদ্দিন ও এমদাদুল হক সুমন, সাবেক সাধারন সম্পাদক ফরিদুল করিম তরফদার, শফিকুল ইসলাম, মাসুদুর রহমান রতন ও মীর মোশারফ হোসেন জুয়েল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শফিক ছোটন ও খন্দকার আব্দুর রউফ পাভেল, কার্যনির্বাহী সদস্য বেলায়েত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুননবী বেলাল, সাবেক সহ-সভাপতি সুলতানুল আলম মিলন, এ এস এম রাইহান আলম বক্তব্য রাখেন। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভন্ন ইসুতে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …