18 Chaitro 1431 বঙ্গাব্দ বুধবার ২ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১৫২ বোতল নিশার রেকটিফাইড স্পিরিট সহ আটক -১

নওগাঁয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১৫২ বোতল নিশার রেকটিফাইড স্পিরিট সহ আটক -১

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১৫২ বোতল নিশার রেকটিফাইড স্পিরিটসহ ১জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকাল সড়ে ১১ টায় নওগাঁ সদর উপজেলার দুবলহাটি বাজারে হোমিও চিকিৎসার নামে মাদক ব্যবসা করে আসছিলেন। জেলা প্রশাসনের ৩৩৩ নম্বারে গোপনে ফোন করে দীর্ঘদিন যাবত যুবক সমাজের কাছে অবৈধভাবে এ রেক্টিফাইড স্পিরিট বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করে আসছেন মর্ম্মে জেলা প্রশাসক হারুন আর রশীদকে জানালে জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুজ্জামনের দেওয়া তথ্যর ভিত্তিতে শনিবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়। পরে নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলমের নের্তৃত্বে একটি দল নওগাঁ সদর উপজেলার দুবলহাটি বাজারে নুরুল ইসলাম(৫৮) বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় নুরুল ইসলামের বাড়ী ও তাঁর ছেলের ঘর তল্লাসী চালিয়ে ১৫২ বোতল রেকটিফাইড স্পিরিট উদ্ধার করেন মাদকদ্রব্য অধিদপ্তর । এসময় নুরুল ইসলামের ছেলে মাহমুদুল ইাসলাম মানিক (৩৮) পালাতক থাকাই তাকে আটক করতে পারেননি। আটক কৃত নুরুল ইসলাম দুবলহাটি গ্রামের মৃত্য আবুল কাশেম এর ছেলে এবং পালাতক মাহমুদুল ইসলাম মানিক, আটক কৃত নুরুল ইসলামের ছেলে বলে জানা যায়। আটককৃত নরুল ইসলাম ও তাঁর ছেলে দীর্ঘ দিন থেকে এই মাদক ব্যবসা করে আসছেন বলেও অভিযোগ আছে। এছাড়া ইতি প‚র্বে তার বিরুদ্ধে ২টি মামলা আছে বলে জানা যায়।
উদ্ধার কৃত রেক্টিফাইড স্পিরিট ১৫২ বোতলের আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …