নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেনীর মেধাবী ছাত্রী নওরীন ডানার মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় ভবানীপুর গ্রামের এম মাসুদ রানার মেয়ে নওরীন মাসুদ ডানা (৮) এর ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে গত ২৯ জুলাই মাসুদ রানা তার মা মোহসিনার চিকিৎসার জন্য স্বপরিবারে ঢাকায় যায় সঙ্গে তার মেয়ে ডানা ও ছিল। ধারণা করা হচ্ছে ঢাকাতে ডানা ডেঙ্গু রোগে আক্রান্ত হয় কিন্তুু তারপরিবারের কেউ টের পায়নি। গত শুক্রবার রাত থেকে ডানার শরীরে প্রচন্ড জ্বর আসে। এতে করে তার মা একটি নাপা ট্যাবলেট ডানাকে খাওয়ালে তার জ্বর কমে যায়। হঠাৎ করে গত শনিবার দুপুরে ডানা অসুস্থ্য হয়ে পড়লে তাকে ডাঃ মাহমুদ সিদ্দিকীর কাছে নিয়ে আসলে তিনি রক্ত পরীক্ষা করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হতে বলে।
ডানাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক স্যালাইন ও ইনজেকশন পুশ করে দেয়। এর কিছুক্ষন পর আনুমানিক ৩ টার দিকে ডানা মৃত্যুর কোলে ঢলে পড়ে। ডানার পিতা মাসুদ রানা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজ সেবক। তার মেয়ে ডানার মৃত্যুর খবর পেয়ে নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাসুদ রনা’র বাড়িতে গিয়ে ডানার অকাল মৃত্যুতে সমবেদনা ও শোক প্রকাশ করেন।
Home / জাতীয় সংবাদ / দাদীকে ঢাকায় চিকিৎসা করাতে গিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নওগাঁয় ৩য় শ্রেণীর ছাত্রীর অকাল মৃত্যু
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …