18 Chaitro 1431 বঙ্গাব্দ বুধবার ২ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সমতলের আদিবাসীদের শিক্ষিত করে গড়ে তুলতে আলাদা মন্ত্রনালয় গঠনের পরিকল্পনা করা হচ্ছে : নওগাঁয় খাদ্যমন্ত্রী

সমতলের আদিবাসীদের শিক্ষিত করে গড়ে তুলতে আলাদা মন্ত্রনালয় গঠনের পরিকল্পনা করা হচ্ছে : নওগাঁয় খাদ্যমন্ত্রী

এনবিএন ডেক্সঃ সমতলে বসবাসকারী ক্ষুদ্র জাতি গোষ্ঠির মানুষের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে আলাদা মন্ত্রনালয় গঠনের পরিকল্পনা করা হচ্ছে। এজন্য তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে আলাদা সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি। শুক্রবার দুপুরে নওগাঁ নিয়ামতপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক আদিবাসী দিবসের এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আদিবাসী নেতা বিষুমুনি টোপ্পা। এ সময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন (পিপিএম), উপজেলা চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া পেরেরাও বক্তব্য রাখেন। এর আগে খাদ্যমন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটোপ বিতরণ করেন। পরে তিনি উপজেলা চিকিৎসকদের পক্ষ থেকে চালানো মশা নিধন অভিযানের উদ্বোধন করেন ।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …