এনবিএন ডেক্সঃ সমতলে বসবাসকারী ক্ষুদ্র জাতি গোষ্ঠির মানুষের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে আলাদা মন্ত্রনালয় গঠনের পরিকল্পনা করা হচ্ছে। এজন্য তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে আলাদা সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি। শুক্রবার দুপুরে নওগাঁ নিয়ামতপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক আদিবাসী দিবসের এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আদিবাসী নেতা বিষুমুনি টোপ্পা। এ সময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন (পিপিএম), উপজেলা চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া পেরেরাও বক্তব্য রাখেন। এর আগে খাদ্যমন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটোপ বিতরণ করেন। পরে তিনি উপজেলা চিকিৎসকদের পক্ষ থেকে চালানো মশা নিধন অভিযানের উদ্বোধন করেন ।
Home / সারাদেশ / সমতলের আদিবাসীদের শিক্ষিত করে গড়ে তুলতে আলাদা মন্ত্রনালয় গঠনের পরিকল্পনা করা হচ্ছে : নওগাঁয় খাদ্যমন্ত্রী
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …