এনবিএন ডেক্সঃ নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এএসআই বাশির, এএসআই মেহেদীসহ একটি চৌকষ দল অভিযান চালিয়ে ২৯ গ্রাম হিরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ উকিল আলী (৪৮) কে আটক করেছে। আটক উকিল আলী চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার নবাবজায়গীর গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে। ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান মিজান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে জেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ২৯ গ্রাম হিরোইনসহ তাকে আটক করা হয়। সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …