21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর মান্দায় বজ্রপাত প্রতিরোধে ব্যক্তিগত উদ্যোগে রোপিত ৫ হাজার তাল গাছের পরিচর্যা চলছে

নওগাঁর মান্দায় বজ্রপাত প্রতিরোধে ব্যক্তিগত উদ্যোগে রোপিত ৫ হাজার তাল গাছের পরিচর্যা চলছে

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় বজ্রপাত প্রতিরোধে রোপিত সাংবাদিক মাহমুদুন নবী বেলালের উদ্যোগে সাড়ে ৫ হাজার তাল গাছের পরিচর্যার কাজ চলছে। উপজেলার মান্দার ফেরিঘাট থেকে নিয়ামতপুর রাস্তার দু’পাশে এবং গাবতলী ব্রীজ এলাকায় এসব তাল গাছের বীজ রোপণ করা হয়। উল্লেখ্য গত ২০১৭ সালে মান্দা উপজেলার ফেরিঘাট-নিয়ামতপুর পাকা রাস্তার গাবতলী ব্রীজ পর্যন্ত ১২ কিলোমিটারে ৩ হাজার ৫শ’ এবং ঘাটকৈর বাজার জীবন কুন্ডুর দোকান হতে বৈলশিং পানাতাপাড়া ব্রীজ হয়ে কালিকাপুর জংলীপাড়ার মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন (পিপিএম) প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানিক উদ্ধোধন করেন এসময় অন্যান্য পুলিশ কর্মকর্তা সহ গর্নমান্য ব্যাক্তির  উপস্থিতে মাহমুদুন নবী বেলালের উদ্যোগে বজ্রপাত প্রতিরোধে এসব তাল গাছের বীজ রোপণ করা হয়। এ কয়েক বছরে তাল গাছ গুলো বড় হয়ে রাস্তার দু’পাশে শোভা বর্ধণ করছে। এখন এসব তাল গাছের আগাছা মুক্ত করতে পরিচর্যার কাজ চলছে। মাহমুদুন নবী বেলাল বলেন, আগামী মাসে নওগাঁর বাইপাস সড়কের সান্তাহার থেকে রাজশাহী মূখী নওগাঁর শেষ সীমানার মান্দা উপজেলার তেঁতুলিয়ার চৌদ্দমাইল নামক স্থান পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দু’পাশে ১ হাজার ৫শ’ তালের বীজ রোপণ করবেন। এ তাল গাছ রোপনে এলাকার মানুষের কাছ থেকে অনেক সাধুবাদ তিনি পেয়েছেন। তিনি আরও বলেন তার কাজের পাশাপাশি সরকারি/ বেসরকারি সংস্থার সহয়োগিতা পেলে তিনি সারা নওগাঁ জেলা তাল গাছ রোপন সম্পন করবেন বলে আশা ব্যক্ত করেন।

আরও পড়ুন...

নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …