এনবিএন ডেক্সঃ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুয়াযী সারা দেশের ন্যায় নওগাঁ জেলার বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন উদ্যোগে বৃহস্পতিবার জেলা জজ আদালতে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালন শেষে ও নওগাঁর জেলা ও দায়রা জজ এ কে এম শহিদুল ইসলাম এর নিকট বিভিন্ন দাবী সম্বলিত স্বারকলিপি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা জনাব বেলায়েত হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রশাসনিক কর্মকর্তা নূরে আলম, নওগাঁ জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি এস. এম. হাফিজুল হাসান শুভ, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা শাখার উপদেষ্টাগণ, জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর সকল স্তরের কর্মচারীবৃন্দ। স্বারকলিপিতে তারা তিনটি দাবী উল্লেখ করে বলেন, দেশের অধঃস্তন আদালতের কর্মচারীদেরকে জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে গণ্য করতঃ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক মহামান্য হাইকোর্ট ও মন্ত্রণালয় এর ন্যায় জ্যেষ্ঠতার ক্রমানুসারে প্রতি পাঁচ বৎসর অন্তর স্বয়ংক্রীয়ভাবে পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা ও পদোন্নতির সুযোগ রেখে অধঃস্তর আদালতের কর্মচারীদের জন্য অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …