নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষের করণীয় বিষয়গুলো আলোকপাত করা হয়। জনসচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ বাড়ীর জমে থাকা পানি ও এডিস মশা বহন করা ডেঙ্গুর সকল ভাইরাস কে ধ্বংস করা ও জনসচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষকে সচেতন করার নির্দেশ প্রদান করে নওগাঁ জেলা প্রশাসক। পৌরসভার মেয়র সহ সকল কাউন্সিলরদের জেলা প্রশাসক নির্দেশ দেন ডেঙ্গু মশা তৈরীর ময়লা আবর্জনা জমে থাকা পানি খুব দ্রুত অপসারণ ও পরিষ্কার করে নওগাঁ শহরকে ডেঙ্গু মুক্ত রাখার। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রওশন আরা খানম, সিভিল সার্জন নওগাঁ ড়াঃ মোঃ মুমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মাহবুবুর রহমানের, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁ পৌর মেয়র আলহাজ্ব নজমুল হক সনি, নওগাঁ চেম্বার অর্ফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ ইকবাল শাহ্রিয়ার রাসেল, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, নওগাঁ জেলা প্রেসক্লাব সভাপতি নবীর উদ্দিনসহ নওগাঁ জেলা প্রশাসক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …