26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁর মহাদেবপুরে তরুন তরুনীদের উন্নত জীবন তৈরী করনীয় বিষয়ক যুবক সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে তরুন তরুনীদের উন্নত জীবন তৈরী করনীয় বিষয়ক যুবক সম্মেলন অনুষ্ঠিত

এনবিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুরে তরুন তরুনীদের একাতাবদ্ধ ও উন্নত জীবন তৈরীতে কার্যক্রম চিহ্নিত করনীয় বিষয়ক যুবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দলিত আদিবাসী রাইটস ইমপাওয়ারন্টে এন্ড এক্সেস টুওয়ার্ডস মেইনস্ট্রিম (ড্রিম) প্রকল্পের সহযোগিতায় ও পল্লী সহযোগী বিষয়ক সংস্থা আরকো নওগাঁ’র আয়োজনে বুধবার দুপুরে মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদ মাঠে আরকো’র নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরীর   সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ-৩ আসনের সাংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম এম.পি। বিশেষ অতিথি হিসেবে , মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবনাথ মিশ্র, আরকো’র প্রজেক্ট অফিসার শুক্লা মূখার্জী, প্রজেক্ট অফিসার নওরীন আক্তার শারমীন, এমডিএম প্রদেশ ভট্রাচার্য প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে আদিবাসী তরুন তরুনীদের তৈরী করা বিভিন্ন ষ্টল পরিদর্শন করে মঞ্চে উঠে মোমবাতী প্রজ্জলন করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …