18 Chaitro 1431 বঙ্গাব্দ বুধবার ২ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের আয়োজনে গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের আয়োজনে গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

এনবিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটে গণসচেতনতা সপ্তাহ ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীতে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বুধবার সকাল ১১ টায় ধামইরহাট থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে র‌্যালীটি বের হয়ে মাদক, জঙ্গিবাদ, গলাকাটা ও ছেলেধরাসহ নানান সচেতনতা মূলক শ্লোগানের মধ্য দিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।  এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সাব-ইন্সপেক্টর মহসিন আলী, নরেন্দ্রনাথ ঠাকুর, এএস.আই আমিনুল ইসলাম, হারুনুর রশিদ, আওয়ামীলীগ নেত্রী আনজুআরা,সাংবাদিক এম.এ মালেক, মোতারফ হোসেন মুকুল, প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান, আদিবাসী নারী নেত্রী ডলি দাস প্রমুখ।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …