26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় ধামইরহাটে নিখোঁজের ৬দিন পর আদিবাসী কৃষকের মৃতদেহ উদ্ধার

নওগাঁয় ধামইরহাটে নিখোঁজের ৬দিন পর আদিবাসী কৃষকের মৃতদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটে নিখোঁজের ৬দিন পর আদিবাসী কৃষক মানুয়েল হেমরমের (৬২) অর্ধগলিত মৃতদেহ পুকুর থেকে ভাঁসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।  সোমবার দুপূরে উপজেলার ধামইরহাট ইউনিয়নের নেউটা গোপায়ডাঙ্গা গ্রামের গোপায় পুকুরের থেকে উদ্ধার করা হয়। তার মৃতদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। মানুয়েল হেমরম নেউটা গোপায়ডাঙ্গা গ্রামের মৃত ছাতু হেমরমের ছেলে। মানুয়ের হেমরমের একমাত্র মেয়ে স্মৃতি হেমরম বলেন, গত ২৪ জুলাই মঙ্গলবার সকালে তার বাবা বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়ার পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ওইদিন বিকেলে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে গোপায়পুকুরের পাশ দিয়ে গ্রামের কৃষকরা মাঠ কাজ করে বাড়ী ফিরছিলেন। এ সময় ওই পুকুর থেকে পচা দূর্গন্ধ বের হচ্ছিল। কচুরিপানা ভরা পুকুরের মাঝখানে দুই পা ও মাথা বের হওয়া মৃতদেহ দেখতে পান কৃষকরা। এরপর কৃষকরা মানুয়ের হেমরমের পরিবারকে বিয়ষটি জানান। মানুয়েলের ভাতিজা জয়ন্ত হেমরম ও ফ্যান্সিস হেমরম এবং তার পরিবার লোকজন পড়নের পোষাক দেখে তাকে সনাক্ত করেন। পরবর্তীতে ধামইরহাট থানায় সংবাদ দেন। মানুয়েলের বড় ভাই থমাস হেমরম বলেন, তার ভাই কোন প্রকার নেশা করতেন না। তাছাড়া তার সাথে কারও কোন ঝগড়া বিবাদ ছিল না। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম বলেন, নিখোঁজের দিনেই একটি জিডি দায়ের করা হয়। মৃতদেহ পচে গলে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন ছিল কি না তা বোঝা সম্ভব হয়নি। তাকে হত্যা করা হয়েছে কি না কিছুই বোঝা যাচ্ছে না। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …