7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁর নিয়ামতপুরে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনকালে —একটি গাছ কাটা একজন মানুষকে হত্যার সামিল, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান ———————– নওগাঁয় খাদ্যমন্ত্রী

নওগাঁর নিয়ামতপুরে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনকালে —একটি গাছ কাটা একজন মানুষকে হত্যার সামিল, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান ———————– নওগাঁয় খাদ্যমন্ত্রী

এনবিএন ডেক্সঃ  একটি গাছ কাটা একজন মানুষকে হত্যার সামিল, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান। গাছ আমাদের অনেক কিছু দেয়। বুধবার বেলা ১০টায় নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন কালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৃক্ষ মেলার স্থলে ফলদ যোগ করেছে। কারণ বিদেশ থেকে আমাদের অনেক ফল আমদানী করতে হয়। যাতে আর বিদেশ থেকে ফল আমদানী করতে না হয়, যাতে দেশীয় ফল দিয়ে আমাদের চাহিদা পূরণ হয়, পুষ্টির ঘাড়তি পূরণ হয় সেজন্য ফলদ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন উপলক্ষে প্রথমে উপজেলার প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। র‌্যালি শেষে উক্ত মাঠের স্থায়ী মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের ফলদ বৃক্ষ মেলার প্রতিপাদ্য বিষয় “ পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার”। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ শামসুল আলম শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ মোঃ ওয়াহেদুজ্জামান প্রমূখ।

আরও পড়ুন...

নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …