19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নানা আয়োজনের মধ্যেদিয়ে আবৃত্তি পরিষদ নওগাঁর ৩২ বছর পূর্তি উৎসব

নানা আয়োজনের মধ্যেদিয়ে আবৃত্তি পরিষদ নওগাঁর ৩২ বছর পূর্তি উৎসব

এনবিএন ডেক্সঃ উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে আবৃত্তি পরিষদ নওগাঁ’র ৩২ বছরপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা, স্মৃতিচারন, আবৃত্তি ও কেক কেটে দিনটিকে স্মরনীয় করে রাখা হয়। স্থানীয় আয়োজন কমিউনিটি সেন্টারে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ডাঃ ময়নুল হক দুলদুল। অনুষ্ঠানের শুরুতে বিগত কমিটির সাধারন সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ ২ বছর মেয়াদী নব নির্বাচিত সভাপতি ডাঃ ময়নুল হক দুলদুল ও সাধারন সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বীসহ ১৯ সদস্য বিশিষ্টি কার্যনির্বাহী কমিটির নাম ঘোষনা করেন। আলোচনা অংশ গ্রহন করেন প্রবীণ নাট্য ব্যক্তিত্ব তৌহিদ আহমদ, আবর্তন সম্পাদক অধ্যক্ষ (অবঃ) প্রফেসর শরিফুল ইসলাম খান, নওগাঁ করোনেশন হল সোসাইটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম ইদুল, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দিন, একুশে পরিষদ নওগাঁ’র সভাপতি ডি.এম আব্দুল বারী, বিয়াম ল্যারেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান শাকিব, সজল কুমার চৌধুরী, পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সংকৃতিক ব্যক্তিত্ব কায়েশ উদ্দীন, রেজাউল বাসার মতি, নাট্যকার এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল, কবি ও উপন্যাসিক বরেন্দ্র ফরিদ, কবি অনল আকাশ, মোরশেদা বেগম শিল্পী প্রমূখ। অনুষ্ঠানে কবি তামিম মহমুদ সিদ্দিক তাঁর স্বরচিত কবিতা আবৃত্তি করেন। বর্ষপূর্তি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন অনুষ্ঠানের সঞ্চালক ও আবৃত্তি পরিষদের নব নির্বাচিত সাধারন সম্পাদক বিশিষ্ট আবৃত্তিকার রফিকুদৌলা রাব্বী। অনুষ্ঠানে পরিষদের প্রবীন নবীন সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …