20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »

নওগাঁর ধামইরহাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা— স্বামী পালাতক

 

 

 

 

এনবিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাট উপজেলার তেলিপাড়া গ্রামে নেশাগ্রস্ত স্বামীর হাঁসুয়ার কোপে সাবিনা (২৮) নামে এক গৃহবধূ খুন হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী নূর মোহাম্মদ (৩৮) পলাতক রয়েছেন। স্থানীয়রা জানান, রাতে নেশাগ্রস্ত অবস্থায় নূর মোহাম্মদ বাড়ি ফিরে। নেশা করার কারনে ঝগড়া বাধে স্ত্রী সাবিনা সাথে। এক পর্যায়ে নূর মোহাম্মদ তার স্ত্রীকে মারপিট শুরু করে। মারপিটের সময় ধারালো হাসুয়া দিয়ে স্ত্রীর পিঠে কোপ দেয় নূর মোহাম্মদ। ধারালো হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ সাবিনা। এসময় প্রতিবেশীরা ছুটে আসলে পালিয়ে যায় ঘাতক নূর মোহাম্মদ। স্থানীয়রা আরো জানান, নেশা করতে নিষেধ করায় স্ত্রীর উপর প্রায়ই নির্যাতন চালাত নূর মোহাম্মদ। ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক নূর মোহাম্মদ কে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …