19 Magh 1431 বঙ্গাব্দ শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা

নওগাঁয় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা


এনবিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের পবাতৈড় গ্রামে এক সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ পবাতৈড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ও একই গ্রামের শ্যামল চন্দ্রের ছেলে পলাশ কুমার(২২) বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি মহাদেবপুর থানার অফিসার ইনচার্জকে এজাহার হিসেবে গণ্য করে তদন্ত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিলে গত পহেলা জুলাই থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলার বিবরণে জানা যায়, বিগত ২-৩ বছর থেকে পলাশ কুমার ওই গৃহবধূকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে এবং রাস্তাঘাটে কু-প্রস্তাব দেয়। এ সকল বিষয়ে ওই গৃহবধূ তার স্বামী ও স্থানীয়দের জানালে গ্রাম্য সালিশ হয়। কিন্তু এতেও ওই লম্পট বাধা না মেনে গত ১২ জুন বুধবার রাত ১২ টার দিকে ওই গৃহবধু প্রকৃতির ডাকে সারা দেয়ার জন্য ঘর থেকে বাইরে আসলে পলাশ কুমার তাকে জোরপূর্বক বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভিকটিমের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে এবং ভিকটিমের স্বামী লম্পট পলাশ কুমারকে হাতে নাতে ধরে ফেলতে গেলে সে পালিয়ে যায়। অভিযুক্ত পলাশ কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি সত্য নয় আমাকে ফাঁসানোর উদ্দেশ্যে এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। এ ব্যাপারে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা মহাদেবপুর থানার এস.আই এরশাদ মিঞা বলেন, আদালতের নির্দেশে থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্ত চলছে, যথা সময়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

আরও পড়ুন...

নওগাঁয় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁয় স্ত্রীকে হত্যার অভিযোগে রেজাউল করিম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ …