7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / বিনোদন / নওগাঁ আব্দুল জলিল শিশু পার্ক জেলার একমাত্র বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে

নওগাঁ আব্দুল জলিল শিশু পার্ক জেলার একমাত্র বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে

এনবিএন ডেক্সঃ নওগাঁয় আব্দুল জলিল শিশু পার্কে শিশু কিশোর, নারী ও পুরুষের উপঁচে পড়া ভীড় সব সময় থাকে। নওগাঁ জেলা দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জেলা। শহরের কেন্দ্র বিন্দুতে পুরাতন একটি ছোট শিশু পার্ক থাকলেও পার্কের মাঝখানে একটি পুকুর আর হাটার জন্য রাস্তা ছাড়াও শিশুদের বিনোদনের জন্য তেমন কিছু নাই। শিশু কিশোর আর মানুষের বিনোদনের কথা ভেবে জননেতা আব্দুল জলিল শহরের বাইপাস সড়কের পাশে শিশু পার্কের জন্য জেলা পরিষদের তত্বাবধানে স্মৃতিসৌধ সংলগ্ন জমি অধিগ্রহন করে ২০১১ সালে এবং পরে ২০১৭ সালে প্রায় সাড়ে ৫কোটি টাকা ব্যয়ে আব্দুল জলিল শিশু পার্ক নামকরন করে উদ্ধোধন করা হয়। আব্দুল জলিল শিশু পার্কে শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেনী পেশার মানুষের উপঁচে পড়া ভীড় থাকে। জনগনের জন্য বিনোদনের উন্মুক্ত করে দেয়ায় এলাকার সব শ্রেনী পেশার মানুষ এখানে সময় দিচ্ছে। নওগাঁ শহরে শিশুদের বিনোদনের জন্য তেমন কোন জায়গা না থাকায় শিশুসহ আবাল বৃদ্ধ বনিতাসহ সর্বস্তরের মানুষের ঢল নামে এই পার্কে।

আরও পড়ুন...

নওগাঁর পত্নীতলায় বিজিবি কর্তৃক গাঁজা উদ্ধার

এনবিএনডেক্স: নওগাঁর পত্নীতলায় ০১ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-১৪ এর …