এনবিএন ডেক্সঃ নওগাঁর আত্রাইয়ে নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বিকেল ৬টার দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া আত্রাই নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, ওই এলাকায় আত্রাই নদী দিয়ে বিকেলে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে অর্ধগলিত ওই শিশুটির মরদেহ উদ্ধার করে। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, শিশুটির বয়স প্রায় ছয় থেকে সাত বছর বয়সের হবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ৩ থেকে ৪ দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে। শরীরে পচন ধরায় তাকে চেনা যাচ্ছে না। আবার শরীরের পেটের অংশের থেকে নীচের অংশের বেশি ভাগ মাংশ নেই। এ কারণে শিশুটি ছেলে না কি মেয়ে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। ওসি আরো জানান, শিশুটি নদীতে পড়ে মৃত্যু হয়েছে নাকি বা কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আত্রাই নদী দিয়ে উজান থেকে শিশুটির মরদেহ ভেঁসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুটির বাড়ি কোন এলাকায় তা জানতে পুলিশ কাজ করছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
আরও পড়ুন...
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …